PDF Notes Selector

Select a Class for PDF Notes

বঙ্গভঙ্গ,স্বদেশী ও চরমপন্থী SAQ

            

1.বয়কট ও স্বদেশী আদর্শ প্রচারের প্রধান কেন্দ্র ছিল—

     A) বেঙ্গলী পত্রিকা

     B  ) সঞ্জীবনী পত্রিকা

      C)সন্ধ‍্যা পত্রিকা

       D  ) ডন সোসাইটি

উত্তর:- D  ) ডন সোসাইটি

2. শ্রীমতি কেতকার কে ছিলেন? 

 উত্তর :- Bombay presidency  তে স্বদেশী আন্দোলনের একজন নেত্রী  (তিলকের কন‍্যা )

3.“INDIAN UNREST” গ্ৰন্থটি কার লেখা ?

উত্তর :- ভি. চিরল ।

4. “গদর পার্টির”মুখপত্রের নাম কি ?

 উত্তর :- গদর-ই-গঞ্জ (বিপ্লবের প্রতিনিধী)

5. মাদাম কামার পুরো নাম কি ?

উত্তর :- মাদাম ভিকাজি রুস্তমজি কামা

6. বা৹৻লার কোথায় সর্বপ্রথম জাতীয় বিদ‍্যালয় স্থাপিত হয় ? 

উত্তর :- রংপুর ,(১৯০৫,৮ নভে)

7. কে রবীন্দ্রনাথ ঠাকুরকে “গানের রাজা” উপাধি দেন ? 

উ: কবি সত‍্যেন্দ্রনাথ দত্ত

8. কবে প্রথম “বন্দেমাতরম্” পত্রিকার বিরুদ্ধে মামলা শুরু হয় ?

: ১৯০৮

9. “বয়কট ও নিষ্ক্রিয় প্রতিরোধ আমাদের অস্ত্র,, আমরা কারও উপর বল প্রয়োগের পক্ষপাতি নই”- কার উক্তি ?

 উ: বাল গঙ্গাধর তিলক

10.“ভারতী” পত্রিকার সম্পাদকের নাম কি ? 

উ: সরলাদেবী চৌধুরানী

11. “বাঙ্গালীর বাচ্চা আমি, বাঙ্গালীর চোখে দুনিয়া দেখি” কার উক্তি ?

উ: বিনয়কুমার সরকার

12. ভারতীয় মুসলিম লীগ প্রকাশিত সংবাদপত্রটির নাম কি ?

উ: STAR OF INDIA

13. পুনায় কাদের মধ‍্যে গোস্ঠী দ্বন্ধ ছিল ?

উ: গোপাল কৃষ্ণ গোখলে + বাল গঙ্গধর তিলক

14. কত বছর বয়সে ক্ষুদিরামের ফাসি হয়?

উ: ১৯ বছর বয়সে

15. কবে ক্ষুদিরামের ফাসি হয়?

: ১৯০৮, ১১ আগস্ট

16. বিনায়ক দামোদোর সাভারকরকে লন্ডনে কত বছরের কারাদন্ড দেওয়া হয় ?

উ: ২৬ বছরের

17.“নারি কর্মসমিতি” কে প্রতিস্ঠা করেন ?

: উর্মিলা দেবী

18.“কেন্দ্রীয় ছাত্র স৹৻গ্ৰাম কমিটি” কবে স্থাপিত হয় ?

উ: ১৯০৫, ৩১ শে জুলাই

19.“THE BROKEN WING” গ্ৰন্থটির লেখক কে ?

উ: সরোজনী নাইডু

20. হোমরুল কথার অর্থ কি ?

উ: ঔপনিবেশিক শাসনব‍্যাবস্থার নিয়ন্ত্রনে স্বায়ত্বশাসন

21. অনুশীলন সমিতির প্রতিস্ঠাতা কে ?

উ: সতীশচন্দ্র বসু

22. 1896 খ্রি: আসামের চিফ কমিশনার কে ছিলেন ?

উ: উইলিয়াম ওয়ার্ড

23. ব‍্যামফিল্ড ফুলার কে ছিলেন ?

উ: আসামের স্বৈরাচারি লেফটেন‍্যান্ট গভর্নর

24. জাতীয় পিতামহ কাকে বলা হয়?

উ: রাজনারায়ন বসু

25. গদর দলের সম্পাদকের নাম কি ?

: মহম্মদ বরকতুল্লাহ

26. “প্রেস আ্যাক্ট “কবে পাস হয় ?

উ: ১৯১০ খ্রি:

27. মুসলিম লিগের প্রথম সভাপতি কে ছিলেন ?

উ: আগা খা

28. “FATHER OF INDIAN UNREST” কার উপাধি ?

উ: বাল গঙ্গাধর তিলকের(ভি. চিরলের দেওয়া)

29.  রাজনীতিতে বিপিনচন্দ্রের প্রথম দীক্ষাগুরু কে ছিলেন ?

: সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়

Leave a Comment