প্রশ্ন:- বিনা দাস স্মরণীয় কেন? অথবা, বীণা দাস বিখ্যাত কেন?

প্রশ্ন:- বিনা দাস স্মরণীয় কেন?

 অথবা, বীণা দাস বিখ্যাত কেন?

অথবা, বীনা দাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।?

ভূমিকা:- বিংশ শতকে বাংলা তথা ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে যেসব নারীদের কথা জানা যায় তাদের মধ্যে অন্যতম বিপ্লবী নারী হলেন বীনা দাস । বীণা দাস ছিলেন সুভাষচন্দ্র বসুর বাল্যশিক্ষক বেনীমাধব দাসের কনিষ্ঠ কন্যা । তিনি প্রথম জীবনে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ভারত ছাড়ো আন্দোলনেও যোগদান করেন ।

**বিপ্লবী বীণা দাসের বৈপ্লবিক কাজকর্ম গুলি হল–

*স্টেনলি জ্যাকশন হত্যার চেষ্টা:- স্বল্প ভাষিনি ও শান্ত প্রকৃতির বীণা দাস ১৯৩২ খ্রিস্টাব্দের ৬ই ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমকালীন বাংলার গভর্নর ও একাধারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে পরপর তিনবার গুলি করে হত্যার চেষ্টা করেন । বীণা দাস ধরা পড়েন এবং ৯ বছর সাশ্রম কারাদন্ডে দণ্ডিত হন । বীণা দাস জেল থেকে মুক্তিপান ১৯৩৯ খ্রিস্টাব্দে ।

*ভারত ছাড়ো আন্দোলনে বীণা দাস:জেল থেকে মুক্তি লাভ করে বীণা দাস প্রথমে কংগ্রেস দলে যোগ দেন এবং ভারত ছাড়ো আন্দোলনে প্রত্যক্ষভাবে যোগদান করেন এবং ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন বীনা দাস আবার জেলবন্দী হন(১৯৪২-১৯৪৫ খ্রি:) ।

*উপসংহার:পরিশেষে বলা যায় যে, বাংলার বিপ্লবী আন্দোলনে বিনা দাসের কর্মকাণ্ড বাংলার অন্যান্য নারীদেরও বিপ্লবী আন্দোলনে যোগদানের সাহস যোগায় । বীণা দাস এমন এক নারী ছিলেন যিনি একাই আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু সরকার তাকে বারবার গ্রেফতার করে জেল বন্দি করায় তিনি কিছুটা দমিত হয়ে পড়েন । পরিশেষে তিনি ১৯৮৬ খ্রিস্টাব্দে ২৬শে ডিসেম্বর হরিদ্বারে মৃত্যুবরণ করেন ।

Get Update by Telegram! Get Update by WhatsApp!