প্রশ্ন:- কংগ্রেস সমাজবাদী ( সমাজতন্ত্রী )দল বলতে কী বোঝো ? অথবা, কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য ও কর্মসূচি কি ছিল ?

প্রশ্ন:- কংগ্রেস সমাজবাদী ( সমাজতন্ত্রী )দল বলতে কী বোঝো ?
অথবা, কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য ও কর্মসূচি কি ছিল ?
*ভূমিকা:- বিংশ শতকের তিরিশের দশকে ভারতীয় রাজনীতিতে বাম প্রবণতা প্রকট হয় । আইন অমান্য আন্দোলন চলাকালীন ১৯৩৩ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বামপন্থী যুব গোষ্ঠী নাসিক জেলে অবস্থানকালে কংগ্রেসের অভ্যন্তরে সমাজতন্ত্রী দল গঠনের পরিকল্পনা গ্রহণ করেন । আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে ১৯৩৪ খ্রিস্টাব্দের ১৯শে মে অনুষ্ঠিত নিখিল ভারত সমাজতন্ত্রী সম্মেলনের অধিবেশনে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠনের প্রস্তাব গৃহীত হয় । ১৯৩৪ খ্রিস্টাব্দের ২৩ শে অক্টোবর মুম্বাইয়ে সারাভারত কংগ্ৰেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় ।
**সদস্যবৃন্দ:- কংগ্রেস সমাজতন্ত্রের দলের উল্লেখযোগ্য সদস্যরা হলেন– ডক্টর রাম মনোহর লোহিয়া, এফ. এইচ আনসারী, কমলা দেবীর চট্টোপাধ্যায়, অশোক মেহতা, জয়প্রকাশ নারায়ণ, এম. আর মাসানি, অচ্যুত পট্টবর্ধন প্রমূখ ।
**কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য—
ক) কংগ্রেসের ভিতরে বামপন্থী শক্তিকে সুসংহত করা ।
খ) যত শীঘ্রই সম্ভব ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন করা ।
গ) শ্রমিক ও কৃষকদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা ।
ঘ) জাতীয়তাবাদের সুষ্ঠু প্রসারের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ করা ।
**কংগ্রেস সমাজতন্ত্রী দলর কর্মসূচি—
ক) শ্রমিককে তার উপযুক্ত পারিশ্রমিক দান ।
খ) কাজের অধিকার কে রাষ্ট্র দ্বারা স্বীকৃতি দান করা ।
গ) বৈদেশিক বাণিজ্যের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ ।
ঘ) কৃষি ঋণ মুকুব করে কৃষকদের মধ্যে জমি বন্টন করা ।
ঙ) শিল্প প্রতিষ্ঠান ও সামাজিক উৎপাদন কেন্দ্রগুলিকে সমাজতান্ত্রিক কাঠামো দান করা ।
চ) দেশীয় রাজা ও জমিদার প্রথার বিলুপ্তি করা।
**ব্যর্থতা :- বিভিন্ন কারণে কংগ্রেস সমাজতন্ত্রী দল লুপ্ত হয় যেমন—
ক) বিহার, যুক্ত প্রদেশ ও অন্যান্য অঞ্চলে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রভাব বিস্তার করলেও দেশের সব প্রদেশে দলের শাখা সংগঠন ছিল না ।
খ) কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতাদের অনেকে কমিউনিস্ট দলে যোগ দিলে এই দল লোপ পায়।
গ) প্রতিষ্ঠাকাল থেকেই এই দলের মধ্যে ভিন্ন ধর্মী মত ও দৃষ্টিভঙ্গি ছিল ।
তাই অল্প কিছুদিনের মধ্যেই কংগ্রেস সমাজতন্ত্রী দল বিলুপ্ত হয়ে যায় ।
FAQ:
১. কংগ্রেস সমাজতন্ত্রী দলের চেয়ারম্যান কে নির্বাচিত হয়েছিলেন ?
উত্তর:- সম্পূর্ণা নন্দ ।
২. কংগ্রেস সমাজতন্ত্রী দলের সম্পাদক কে হয়েছিলেন ?
উত্তর:- জয়প্রকাশ নারায়ণ ।
৩. আচার্য নরেন্দ্র দেব কোথাকার অধ্যক্ষ ছিলেন ?
উত্তর:- কাশি বিদ্যাপীঠের ।
৪. কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় কোথায় কৃষক আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা নেয় ?
উত্তর:- কেরালা, অন্ধ্রপ্রদেশ, যুক্ত প্রদেশ, বিহার প্রভৃতি অঞ্চলের কৃষক আন্দোলনের এই দল সক্রিয় ভূমিকা নেয় ।
৫. কোন দলের প্রভাবে সুভাষচন্দ্র বসু ত্রিপুরী কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন ?
উত্তর:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রভাবে ।

Get Update by Telegram! Get Update by WhatsApp!