প্রশ্ন:- জুলাই বিপ্লবের ফলাফল গুলি আলোচনা করো ।অথবা, ফ্রান্সে জুলাই বিপ্লবের কয়েকটি প্রভাব লেখ ।

প্রশ্ন:- জুলাই বিপ্লবের ফলাফল গুলি আলোচনা করো অথবা, ফ্রান্সে জুলাই বিপ্লবের কয়েকটি প্রভাব লেখ ।

ভূমিকা:- ভিয়েনা ব্যবস্থার বিরুদ্ধে দশম চার্লসের রাজত্বকালে ১৮৩০ খ্রিস্টাব্দে মাত্র তিন দিনের (২৭ থেকে ২৯ শে জুলাই) রক্তপাতহীন বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে জুলাই বিপ্লব সম্পন্ন হয় । এই বিপ্লবের ফলে বুরবোঁ বংশীয় সম্রাট দশম চার্লস পদচ্যূত হন এবং অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন । ফ্রান্সের ভিতরে ও বাইরে দুদিকেই জুলাই বিপ্লবের ব্যাপক ওষুধের উপর সরি প্রভাব পড়েছিল যেমন—

**ফ্রান্সের অভ্যন্তরে প্রভাব–

ক)রাজবংশের পরিবর্তন:- জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের ঐতিহ্যশালী বুরবোঁ রাজবংশের পতন হয় এবং অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপের নেতৃত্বে নতুন রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়, ফলে ফ্রান্সের সিংহাসনে রাজবংশের পরিবর্তন সাধিত হয় ।

খ) ভোটাধিকার সম্প্রসারণ:- জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে ভোটাধিকারের নীতির পরিবর্তন সাধিত হয় । নিয়ম হয় যে, 25 বছর বয়স্ক সমস্ত নাগরিকের ভোটাধিকার স্বীকৃতি হয় যারা বাৎসরিক ২০০ ফ্রাঁ কর প্রদান করেন ।

গ) শ্রমিক শ্রেণীর জাগরণ:- জুলাই বিপ্লব একদিকে যেমন ফ্রান্সের শ্রমিক শ্রেণীর চিন্তার জাগরণ ঘটায়, অন্যদিকে তেমনি ভিক্টোর হুগো, সাঁ সিমো, জর্জ স্যান্ড প্রমূখ তাদের রচনায় দেশের বঞ্চিত নিপীড়িত মানুষের দুর্দশার কাহিনী ফুটিয়ে তোলেন । অধ্যাপক হাবসবম বলেছেন যে, ১৮৩০ খ্রিস্টাব্দের গণ বিপ্লবের প্রতীক হয়ে উঠেছিল বেরিকেড এবং এই পদ্ধতির শক্তি ছিল শ্রমিক শ্রেণী ।

ঘ) ফরাসি বিপ্লবের আদর্শের পুনঃপ্রতিষ্ঠা:- জুলাই বিপ্লব যেমন যাজকতন্ত্র, অভিজাতন্ত্র ও সামন্ততন্ত্রের অবসান ঘটিয়েছিল, তেমনি ফ্রান্সে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা প্রভৃতি ফরাসি বিপ্লবের গণতান্ত্রিক আদর্শগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করেছিল ।

**ফ্রান্সের বাইরে প্রভাব—

ক) ইংল্যান্ড:- জুলাই বিপ্লবের ফলে ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন তীব্রতর হয় এবং ইংল্যান্ডে রিফর্ম বিল পাস হয় । ইংল্যান্ডে উদারনৈতিক সংস্কার আরও ব্যাপকভাবে শুরু হয় ।

খ) জার্মানি:- জুলাই বিপ্লবের ফলে জার্মানিতে ব্যাপক গণজাগরণ দেখা দেয় । হ্যানোভার, স্যাক্সনি প্রভৃতি রাজ্যে প্রজাদের দাবি মেনে নিয়ে উদারতান্ত্রিক সংবিধান প্রবর্তিত হয় ।

গ) বেলজিয়াম:- জুলাই বিপ্লবের ফলে বেলজিয়াম হল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে, হল্যান্ডের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু করে ।

ঘ) ইতালি:- জুলাই বিপ্লব ইতালিতে ও প্রভাব বিস্তার করেছিল। ইতালিতে ইয়ং ইতালি দল সঙ্ঘবদ্ধ হয় ।

**উপসংহার:- পরিশেষে উল্লেখ্য, ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ঢেউ ফ্রান্সের সীমানা অতিক্রম করে ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে জাতীয় আন্দোলন গঠনে সহায়তা করে । তাই বলা যায়, জুলাই বিপ্লব মেটারনিক ব্যবস্থাতে চরম আঘাত হানে এবং ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের সিংহদ্বারকে উন্মুক্ত করে দেয়।

Get Update by Telegram! Get Update by WhatsApp!