প্রশ্ন:- সারাভারত কিষাণ সভা সমন্ধে লেখ।

প্রশ্ন:- সারাভারত কিষাণ সভা সমন্ধে লেখ।

ভূমিকা:- বিংশ শতকের তিরিশের দশকে সমাজতন্ত্রী ও কমিউনিস্টদের যৌথ প্রচেষ্টার ফলসশ্রুতি হল সর্বভারতীয়  কিষাণ সভা গঠন । ১৯৩৬ খ্রি: ১১ ই এপ্রিল জাতীয় কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশন কালে কংগ্রেস সভাপতি জহরলাল নেহেরুর সমর্থনে অধ্যাপক এনজি রঙের উদ্যোগে সারা ভারত কিষাণ সভা স্থাপিত হয় ।

**সদস্যবৃন্দ:- গুজরাট থেকে ইন্দুলাল যাজ্ঞিক, বাংলা থেকে কমল সরকার ও  সুধীন প্রামানিক, পাঞ্জাব থেকে মোহন সিং যোশি, আহাম্মদ দিন মহম্মদ, যুক্তপ্রদেশ থেকে কে এম আশরফ ও মোহনলাল গৌতম কংগ্রেস সমাজতন্ত্রী দল থেকে জয় প্রকাশ নারায়ণ ও রাম মনোহর লোহিয়া প্রমুখ উল্লেখযোগ্য ।

**সর্বভারতীয় কিষান সভা গঠনের উদ্দেশ্য:- ১৯৩৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইন্দুলাল যাজ্ঞিক কিষান বুলেটিন পত্রিকাতে এই সভার উদ্দেশ্য ঘোষণা করেন, সেগুলি হল—

ক) জমিদারি প্রথার বিলোপসাধন ।

খ) কৃষকদের পুরনো কৃষি ঋণ ও বেগার খাটা প্রথার অবসান ।

গ) কৃষকদের অর্থনৈতিক শোষন ও অর্থনৈতিক অসাম্য দূর করা এই সংগঠনের প্রধান উদ্দেশ্য ।

ঘ) ভূমিহীন কৃষকদের ভূমিদান করা ।

ঙ) কৃষকের জমিতে স্থায়ী স্বত্ব প্রদান করা ।

চ) খাজনার হার ৫০ শতাংশ কমানো ।

ছ) কৃষকদের অরণ্যের অধিকার ফিরিয়ে দেওয়া ।

জ) অনাবাদি সরকারি পতিত জমি কৃষকদের মধ্যে বন্টন করতে হবে ।

*উপসংহার:- ১৯৩৯ খ্রি: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু এবং প্রাদেশিক কংগ্রেস সরকারগুলি পদত্যাগ করার পর আন্দোলন মুখী রাজনীতিতে কিছুটা ভাটা পড়ে । কিন্তু ১৯৪২এর ভারতছাড়ো আন্দোলনে সারা ভারতের বিস্তীর্ণ গ্রামাঅঞ্চলে যে জনজাগরণের সৃষ্ঠি হয়, কৃষক সমাজ তাতে অগ্রণী ভূমিকা গ্রহণ করে । জাতীয়তাবাদী রাজনীতির মূলধারায় কৃষকরা প্রতিষ্ঠিত হয় । যুদ্ধ শেষে স্বাধীনতার প্রাক্কালে কমিউনিস্টবাদীরা নতুন উদ্যোগে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষকদের মধ্যে সংগঠন ও আন্দোলন গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করে । রুশ ঐতিহাসিক গ্ৰেগরি কটোভোস্কির মতে, “ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে সর্বভারতীয় কিষান সভার প্রতিষ্ঠাতা একটি স্মরণীয় ঘটনা”

FAQ:-

১. সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তর:- স্বামী সহজানন্দ (বিহার)

২. সর্বভারতীয় কিষান সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- অধ্যাপক এনজি রঙ্গ (উত্তর প্রদেশ)

৩. সর্বভারতীয় কিষান সভার প্রথম অধিবেশন কবে কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর:- ১৯৩৬ খ্রিস্টাব্দে লখনৌ তে ।

৪. সর্বভারতীয় কিষান সভার দ্বিতীয় অধিবেশন কবে কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর:- ১৯৩৭ খ্রিস্টাব্দের ১৪ জুলাই বিহারের গয়ার নিয়ামতপুরে ।

৫. সর্বভারতীয় কিষান সভার মুখপত্রের নাম কি ?

উত্তর:- কিষান বুলেটিন।

৬. কবে সারাভারত কিষাণ সভার প্রথম প্রাদেশিক অধিবেশন বসে ?

উত্তর:- ১৯৩৭ খ্রি: ২৭-২৮ মার্চ ।

৭. কবে বঙ্গীয় প্রাদেশিক কিষান সভা গঠিত হয় ?

উত্তর:- ১৯৩৭ খ্রি:

Get Update by Telegram! Get Update by WhatsApp!