ABTA HISTORY 421

            ABTA  HISTORY 421: বিভাগ- ‘ক’ ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 

১.১ নতুন সামাজিক বিষয়বস্তু হল-(ক) বুদ্ধিজীবী  (খ) চাকুরীজীবি (গ) সাধারণ মানুষ (ঘ) অভিজ্ঞতের সম্প্রদায়। 

উত্তর:- (গ) সাধারণ মানুষ 

১.২ সমাজ বিজ্ঞানের চর্চায় নারী ইতিহাস ১৯৬০-এর দশকে প্রথম শুরু হয় –(ক) ফ্রান্সে (খ) ইংল্যান্ডে(গ) মার্কিনযুক্তরাষ্ট্রে (ঘ) জার্মানিতে ।

উত্তর:-(ক) ফ্রান্সে

১.৩ বাংলার নবজাগরণ ছিল – (ক) ব্যক্তি কেন্দ্রিক (খ) প্রতিষ্ঠান কেন্দ্রিক

(গ) কলকাতা কেন্দ্রিক (ঘ) গ্রাম কেন্দ্রিক। 

উত্তর:-(গ) কলকাতা কেন্দ্রিক

১.৪ ‘কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের’ সভাপতি ছিলেন – (ক) জোনাথান ডানকান (খ) লর্ড মেকলে (গ) চার্লস উড (ঘ) হল্ট ম্যাকেনজি। 

উত্তর:-(খ) লর্ড মেকলে

১.৫ ‘নব্য বেদান্তবাদ’ প্রচার করেন- (ক) শ্রীরামকৃষ্ণদেব (খ) রাজা রামমোহন রায় (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী। 

উত্তর:-(গ) স্বামী বিবেকানন্দ

১.৬ ‘হুল’ কথাটির অর্থ হল – (ক) ঈশ্বর (খ) স্বাধীনতা (গ) অস্ত্র (ঘ) বিদ্রোহ। 

উত্তর:-(ঘ) বিদ্রোহ।

১.৭ সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন – (ক) দেবী সিংহ (খ) ভাস্কর পত্তিত (গ) ভবানী পাঠক (ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী। 

উত্তর:-(গ) ভবানী পাঠক

১.৮ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল- (ক) ভারতবাসীর আনুগত্য অর্জন (খ) ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান (গ) ভারতের ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ (ঘ) মহাবিদ্রোহের (১৮৫৭) বন্দি ভারতীয়দের মুক্তিদান। 

উত্তর:-(ক) ভারতবাসীর আনুগত্য অর্জন

১.৯ ‘গোরা’ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন – (ক) অবনীন্দ্রনাথ ঠাকুরকে (খ) স্বামী বিবেকানন্দকে (গ) রথীন্দ্রনাথ ঠাকুরকে (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 

উত্তর:-(গ) রথীন্দ্রনাথ ঠাকুরকে 

১.১০ জমিদার সভা স্থাপিত হয়- (ক) ১৮৩৮ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৭ খ্রিস্টাবেদ। 

উত্তর:-(ক) ১৮৩৮ খ্রিস্টাব্দে 

১.১১ পঞ্চানন কর্মকার ছিলেন একজন- (ক) বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ (খ) পদার্থ বিজ্ঞানী (গ) শিশু সাহিত্যিক (ঘ) সাংবাদিক। 

উত্তর:-(ক) বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ

১.১২ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়- (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দ (খ) ১৯০৪ খ্রিস্টাব্দ (গ) ১৯১৪ খ্রিস্টাব্দ (ঘ) ১৯৫৭ খ্রিস্টাব্দ। 

উত্তর:-(গ) ১৯১৪ খ্রিস্টাব্দ

১.১৩ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন- (ক) বিহারে (খ) যুক্তপ্রদেশে (গ) রাজস্থানে (ঘ) মহারাষ্ট্রে। 

উত্তর:-(খ) যুক্তপ্রদেশে 

১.১৪ বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে “গভীর জাতীয় বিপর্যয়’ অ্যাখ্যা দেন – (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) বিপিনচন্দ্র পাল (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (ঘ) সুমিত সরকার। 

উত্তর:-(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১.১৫ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে (খ) ১৯২০ খ্রিস্টাব্দে (গ) ১৯২৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে। 

উত্তর:-(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

১.১৬ ‘সখী সমিতি’ গঠন করেন – (ক) স্বর্ণকুমারী দেবী (খ) সরলা দেবী (গ) রাধারানী দেবী (ঘ) আশাপূর্ণা দেবী। 

উত্তর:- (ক) স্বর্ণকুমারী দেবী

১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল- (ক) অনুশীলন সমিতি (খ) গদর দল (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স। 

উত্তর:-(গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

১.১৮ গান্ধীজি দলিতদের নামকরণ করেন- (ক) হরিজন (খ) চুয়াড় (গ) চন্ডাল (ঘ) মতুয়া। 

উত্তর:-(ক) হরিজন

১.১৯ ‘ট্রেন টু পাকিস্তান’ গ্রন্থটির লেখক হলেন- (ক) ভি পি মেনন (খ) সলমন রুশদি (গ) খুশবন্ত সিং (ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়। 

উত্তর:-(গ) খুশবন্ত সিং

১.২০ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন – (ক) বল্লভভাই প্যাটেল (খ) জওহরলাল নেহেরু (গ) কে এম পানিক্কর (ঘ) ফজল আলি। 

উত্তর:-(ঘ) ফজল আলি।

বিভাগ-‘খ’ ২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও :

(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে): উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও: 

(২.১.১) বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন? 

উত্তর:-শ্রীচৈতন্য দেব ।

(২.১.২) মধুসূদন গুপ্ত কে ছিলেন?

উত্তর:-মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি বৈদ্য অনুবাদক এবং আয়ুর্বেদিক অনুশীলনকারী যিনি পাশ্চাত্য চিকিৎসায়ও প্রশিক্ষিত ছিলেন ।

(২.১.৩) কত খ্রিস্টাব্দে চম্পারন কৃষি বিল পাস হয়? 

উত্তর:- ১৯১৭ সালে।

(২.১.৪) কার্লাইল সার্কুলার কী? 

উত্তর:- ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী প্রতিবাদ প্রতিরোধের একটি ফরম্যান ।

উপবিভাগ: ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো: ১×৪=৪

(২.২.১) মতুয়া ধর্মের প্রবর্তন করেন বীণাপানি ঠাকুর। 

উত্তর:- ভূল।

(২.২.২) গুজরাটের খেদা জেলার ধনী কৃষকদের ‘কুনবি’ পতিদার বলা হয়। 

উত্তর:- ঠিক।

(২.২.৩) “দিগ্দর্শন” পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়। 

উত্তর:- ভূল ।

(২.২.৪) দীপালি সংঘের মুখপত্রের নাম জয়শ্রী।

উত্তর:-ঠিক ।

উপবিভাগ: ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :   ১×৪=৪

‘ক’ স্তম্ভের‘খ’ স্তম্ভ
২.৩.১শ্রীরামপুর মিশনউত্তরঃ- উইলিয়াম কেরি
২.৩.২চৈত্র মেলাউত্তরঃ- নবগোপাল মিত্র
২.৩.৩ভারত সভাউত্তরঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
২.৩.৪বসু বিজ্ঞান মন্দিরউত্তরঃ-  জগদীশচন্দ্র বসু

উপবিভাগ: ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: 

(২.৫.১) বিবৃতি: শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল- 

ব্যাখ্যা-১: বাঙালিরা ভীরু ও দুর্বল ছিল বলে বিদ্রোহে যোগ দেয়নি। 

ব্যাখ্যা-২: বাঙালিরা দ্বিতীয় বাহাদুর শাহকে নেতা হিসেবে মেনে নিতে চায়নি। 

ব্যাখ্যা-৩: তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করছিল বলে। 

উত্তর:-ব্যাখ্যা-৩: তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করছিল বলে।

(২.৫.২) বিবৃতি: সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন- 

ব্যাখ্যা- ১: বিদেশি পণ্য বিক্রির জন্য। ব্যাখ্যা-২: আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য। 

ব্যাখ্যা-৩: স্বদেশী পণ্য বিক্রির জন্য। 

উত্তর:-ব্যাখ্যা-৩: স্বদেশী পণ্য বিক্রির জন্য। 

(২.৫.৩) বিবৃতি: বঙ্কিমচন্দ্র ‘আনন্দমঠ’ উপন্যাস লিখেছিলেন। 

ব্যাখ্যা-১: দেশাত্মবোধ জাগ্রত করতে। ব্যাখ্যা-২: তৎকালীন সমাজকে তুলে ধরতে। 

ব্যাখ্যা-৩: মানুষের কাছে জনপ্রিয় হতে। 

উত্তর:-ব্যাখ্যা-১: দেশাত্মবোধ জাগ্রত করতে।

(২.৫.৪) বিবৃতি: রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণে উদ্যোগ নেন।

 ব্যাখ্যা-১: এটি ছিল একটি মধ্যযুগীয় পাশবিক প্রথা। 

ব্যাখ্যা-২: এটি হিন্দু সমাজকে কলুষিত করেছিল। 

ব্যাখ্যা-৩: নারীর অধিকার প্রতিষ্ঠা রামমোহনের লক্ষ্য ছিল। 

উত্তর:-ব্যাখ্যা-৩: নারীর অধিকার প্রতিষ্ঠা রামমোহনের লক্ষ্য ছিল। 

Leave a Comment