PDF Notes Selector

Select a Class for PDF Notes

HISTORY এবিটিএ ৪৪৩

       HISTORY এবিটিএ ৪৪৩: বিভাগ- ‘ক’ ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:  ১×২০=২০

১.১ বাংলার নাট্যচর্চার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হলেন- (ক) উদয়শংকর (খ) গিরিশচন্দ্র ঘোষ (গ) নন্দলাল বসু (ঘ) আব্বাসউদ্দিন। 

উত্তর:-(খ) গিরিশচন্দ্র ঘোষ

১.২ ‘সত্তর বৎসর’ গ্রন্থটির লেখক হলেন – (ক) সরলাদেবী চৌধুরানী (খ) মান্না দে (গ) বিপিনচন্দ্র পাল (ঘ) সঞ্জীব চট্টোপাধ্যায়। 

উত্তর:-(গ) বিপিনচন্দ্র পাল 

১.৩ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ সংবাদপত্রটির সম্পাদক ছিলেন- (ক) হরিনাথ মজুমদার (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ (ঘ) ঈশ্বর গুপ্ত। 

উত্তর:-(ক) হরিনাথ মজুমদার 

১.৪ ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন – (ক) লীলা নাগ (খ) অবলা বসু (গ) সরোজিনী নাইডু (ঘ) চন্দ্রমুখী বসু। 

উত্তর:- (ঘ) চন্দ্রমুখী বসু। 

১.৫ নব্যবঙ্গ গোষ্ঠীর একটি মুখপত্র ছিল- (ক) এথেনিয়াম (খ) বেঙ্গলি (গ) ক্যালাইডোস্কোপ (ঘ) হিন্দু প্যাট্রিয়ট। 

উত্তর:-(ক) এথেনিয়াম

১.৬ ‘খুৎকাঠি ব্যবস্থা’ দেখা যায় – (ক) সাঁওতাল সমাজে (খ) ভিল সমাজে (গ) কোল সমাজে (ঘ) মুণ্ডা সমাজে। 

উত্তর:-(ঘ) মুণ্ডা সমাজে। 

১.৭ ‘ওয়াহাবি’ কথার অর্থ হল (ক) বাধ্যতামূলক কর্তব্য (খ) ‘ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন’ হল পবিত্রভূমি (গ) নবজাগরণ (ঘ) শুদ্ধিকরণ।

উত্তর:-(গ) নবজাগরণ 

১.৮ ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো (ক) জমিদার সভা (খ) ভারত সভা (গ) ইন্ডিয়ান লিগ (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা। 

উত্তর:-(ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা। 

১.৯ আনন্দমঠ উপন্যাসটির প্রেক্ষাপট হল 

(ক) ৫০ এর মন্বন্তর (খ) ৭৬ এর মন্বন্তর (গ) উপজাতি বিদ্রোহ (ঘ) নীল বিদ্রোহ। 

উত্তর:-(খ) ৭৬ এর মন্বন্তর

১.১০ বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা হলেন- (ক) স্বামী অভেদানন্দ (খ) স্বামী ভূতানন্দ (গ) স্বার্থী বিবেকানন্দ (ঘ) স্বামী প্রণবানন্দ। 

উত্তর:-(গ) স্বার্থী বিবেকানন্দ

১.১১ ‘বাংলা মুদ্রণ শিল্পের জনক’ বলা হয় – (ক) হ্যালহেডকে (খ) উইলিয়াম কেরিকে (গ) ডেভিড হেয়ারকে (ঘ) চার্লস উইলকিন্সকে। 

উত্তর:- (ঘ) চার্লস উইলকিন্সকে। 

১.১২ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়- (ক) ১৯১২ খ্রিস্টাব্দে (খ) ১৯১৩ খ্রিস্টাব্দে (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে। 

উত্তর:-(গ) ১৯১৪ খ্রিস্টাব্দে

১.১৩ যুক্তপ্রদেশ (বর্তমান উত্তর প্রদেশ) এ অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন – (ক) স্বামী সহজানন্দ (খ) এন জি রঙ্গ (গ) বাবা রামচন্দ্র (ঘ) গৌরীশঙ্কর মিশ্র। 

উত্তর:-(গ) বাবা রামচন্দ্র 

১.১৪ ‘পূর্ণ স্বরাজ’ এর দাবি গ্রহণ করা হয় – (ক) ১৯২৭ খ্রিস্টাব্দে (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে (গ) ১৯২৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে। 

উত্তর:-(গ) ১৯২৯ খ্রিস্টাব্দে

১.১৫ ‘লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন- (ক) ধরণী গোস্বামী (খ) মুজফ্ফর আহমেদ (গ) সোমনাথ লাহিড়ি (ঘ) নজরুল ইসলাম। 

উত্তর:-(ঘ) নজরুল ইসলাম। 

১.১৬ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ স্থাপিত হয় – (ক) অসহযোগ আন্দোলন (খ) বঙ্গভঙ্গ আন্দোলন (গ) আইন অমান্য আন্দোলন (ঘ) ভারত ছাড়ো আন্দোলন এর সময়ে। 

উত্তর:-(খ) বঙ্গভঙ্গ আন্দোলন

১.১৭ ‘অলিন্দ যুদ্ধ’ এর সাথে যুক্ত ছিলেন- (ক) সূর্য সেন’ (খ) সুভাষচন্দ্র বসু (গ) বাদল গুপ্ত (ঘ) ভূপেন্দ্রনাথ দত্ত। 

উত্তর:- (গ) বাদল গুপ্ত

১.১৮ মতুয়া ধর্মের প্রবর্তক হলেন – (ক) প্রমথরঞ্জন ঠাকুর (খ) গুরুচাঁদ ঠাকুর (গ) হরিচাঁদ ঠাকুর (ঘ) রাজেন্দ্রনাথ মন্ডল। 

উত্তর:-(গ) হরিচাঁদ ঠাকুর

১.১৯ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন- (ক) চক্রবর্তী রাজা গোপালাচারি (খ) বল্লভভাই প্যাটেল (গ) বিঠলভাই প্যাটেল (ঘ) আবুল কালাম আজাদ। 

উত্তর:-(খ) বল্লভভাই প্যাটেল

১.২০ বর্তমানে ভারতে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হল- (ক) ১৯টি (খ) ২০টি (গ) ২১টি (ঘ) ২২টি। 

উত্তর:-(ঘ) ২২টি। 

বিভাগ-‘খ’ ২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :

 উপবিভাগ: ২.১ একটি বাক্যে উত্তর দাও : 

(২.১.১) ‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ পুস্তিকাটির রচয়িতা কে? 

উত্তর:- রাধাকান্ত দেব

(২.১.২) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? 

উত্তর:-লর্ড ক্যানিং 

(২.১.৩) AITUC-এর প্রথম সভাপতির নাম কী? 

উত্তর:- লালা লাজপত রায়

(২.১.৪) রশিদ আলি দিবস কবে পালিত হয়? 

উত্তর:- ১৯৪৬ সালের ১২ ফেব্রুয়ারি।

উপবিভাগ: ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো: 

(২.২.১) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারি। 

উত্তর:-ভূল

(২.২.২) ‘জাতীয় শিক্ষাপরিষদ’ গড়ে ওঠে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে। 

উত্তর:-ভূল

(২.২.৩) ‘গোরা’ উপন্যাসের প্রধান চরিত্র হল গৌরমোহন। 

উত্তর:-সত্য 

(২.২.৪) মোহনবাগান ১৮১২ খ্রিস্টাব্দে I.F.A শিল্ড লাভ করে।

উত্তর:-ভূল

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভের‘খ’ স্তম্ভ
২.৩.১পত্তি শ্রীরামালুউত্তরঃ- অন্ধ্রপ্রদেশ
২.৩.২নারায়ণগুরুউত্তরঃ- ভাইকম সত্যাগ্রহ
২.৩.৩মধুসূদন গুপ্তউত্তরঃ- শব ব্যবচ্ছেদ
২.৩.৪রাজ কৃষ্ণ দেউত্তরঃ- জাতীয় কংগ্রেস

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: 

(২.৫.১) বিবৃতি: ‘নতুন সামাজিক ইতিহাস’ আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয় কারণ – 

ব্যাখ্যা-১: রাজনৈতিক ইতিহাস গুরুত্বহীন। ব্যাখ্যা-২: সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে। 

ব্যাখ্যা-৩: একমাত্র সামাজিক ইতিহাস চর্চাই গুরুত্বপূর্ণ। 

উত্তর:- ব্যাখ্যা-২: সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে। 

(২.৫.২) বিবৃতি: আধুনিক ভারতবর্ষের ইতিহাসে ‘আনন্দমঠ’ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ। 

ব্যাখ্যা-১: এটি ব্যবসায়িকভাবে সফল উপন্যাস। 

ব্যাখ্যা-২: এখান থেকে আধুনিক ভারতের শিল্পোদ্যোগের কথা জানা যায়। 

ব্যাখ্যা-৩: এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলে। 

উত্তর:-ব্যাখ্যা-৩: এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলে। 

(২.৫.৩) বিবৃতি: ‘ভারত স্ত্রী মহামণ্ডল’ বাংলার নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ – 

ব্যাখ্যা-১: নারীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। 

ব্যাখ্যা-২: নারীদের বিপ্লবের পথে চালিত করে। 

ব্যাখ্যা-৩: নারীদের সাংস্কৃতিক উন্নতি ঘটায়। 

উত্তর:-ব্যাখ্যা-১: নারীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। 

(২.৫.৪) বিবৃতি: বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি – 

ব্যাখ্যা-১: কৃষকরা রাজনৈতিক চেতনাশূন্য ছিল। 

ব্যাখ্যা-২: কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল। ব্যাখ্যা-৩: গ্রামাঞ্চলের মানুষেরা সাম্প্রদায়িকতায় নিমজ্জিত ছিল। 

উত্তর:-ব্যাখ্যা-২: কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল। 

Leave a Comment