ভারতীয় ইতিহাসে রাজা রামমোহন রায়

ভারতীয় ইতিহাসে রাজা রামমোহন রায়: আধুনিক ভারতের সমাজ-সংস্কারের পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। স্বদেশবাসীর প্রতি রামমোহনের গভীর শ্রদ্ধা ছিল। জাতীয় সমাজের জড়ত্ব ও দুর্নীতি তাঁকে অত্যন্ত ব্যথিত করেছিল। ভারতীয় সমাজের পুনরুজ্জীবনের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রয়োজন তিনিই প্রথম অনুভব করেছিলেন। এমনকি রামমোহন এদেশে আধুনিক শিল্পের প্রবর্তনেও উৎসাহী ছিলেন।

** শিক্ষাসংস্কার: ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে রামমোহন ছিলেন অগ্রগণ্য। তিনি ডেভিড হেয়ারের সহযোগিতায় ইংরেজি শিক্ষা প্রসারের জন্য বহু স্কুল স্থাপন করেন। ১৮১৭ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি প্রধান উদ্যোগী ছিলেন। এ ছাড়া অ্যাংলো হিন্দুর কলেজ, বেদান্ত কলেজ, জেনারেল অ্যাসেমব্লিজ ইন্সটিটিউশন ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন।

** ধর্মসংস্কার: রামমোহন বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে এই সিদ্ধান্তে আসেন যে, একেশ্বরবাদই হল ধর্মের মূলকথা। হিন্দুধর্মের সংস্কারের জন্য তিনি যে আন্দোলন শুরু করেন তা থেকেই পরে ভারতীয়দের মধ্য থেকে তিনি ধর্মীয় ভেদাভেদ দূর করতে চেয়েছিলেন। রামমোহন ছিলেন মূর্তিপূজার ঘোরতর বিরোধী। ব্রাহ্মসমাজের” উৎপত্তি হয় সমন্বয়বাদী আন্দোলনের মাধ্যমে ।

** সমাজ-সংস্কার: সামাজিক কুসংস্কারের বিরুদ্ধেও রামমোহন আমরণ সংগ্রাম চালিয়ে যান। হিন্দুদের ‘সতীদাহ প্রথা’র বিরুদ্ধে তিনি প্রবল জনমত গড়ে তোলেন। তাঁরই নিরলস প্রচেষ্টায় লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক ১৮২৯ খ্রিস্টাব্দে ‘সতীদাহ প্রথা’ আইনত নিষিদ্ধ করেছিলেন। এ ছাড়া রামমোহন হিন্দু অস্পৃশ্যতাবাদ এবং বর্ণভেদ প্রথার বিরুদ্ধে প্রাণপণ আন্দোলন চালিয়ে যান।

**  জাতীয়তাবাদের জনক: রামমোহন ছিলেন জাতীয়তাবাদের জনক। তিনি ছিলেন স্বাধীনতা। গণতন্ত্রের পূজারি। তিনি সংবাদপত্রের স্বাধীনতার দাবি জানান। আধুনিক ভারতের রাজনৈতিক চেতনা উন্মেষে তিনি সামান্য ভূমিকা রেখেছিলেন ।

** মূল্যায়ন: নানান প্রতিকূলতা সত্ত্বেও আধুনিক বাঙালিদের জাতীয় জীবনে রামমোহন প্রগতির উৎস জোয়ার এনে দেন। তাঁর এই কৃতকর্মের জন্য তিনি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন। রবীন্দ্রনাথ বলেছেন, “Rammohun was the only person in his time in the whole world of man to realise the significance of Modern Age.” রবীন্দ্রনাথ তাঁকে ‘ভারত পথিক’ উপাধিতে ভূষিত ভিভেদে করেছেন। সত্যিই তিনি ‘অন্ধকার ভারতের প্রথম আধুনিক মানুষ’।

Leave a Comment