বাবর ও মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা

বাবর ও মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা: ষোড়শ শতকের প্রথমদিকে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে অনৈক্য দেখা যেতে থাকে। সুলতানি সাম্রাজ্য তথা লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি ছিলেন দুর্বল প্রকৃতির শাসক। তাঁর এই দুর্বলতার সুযোগ নিয়ে বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন।

**পাদশাহ বা সম্রাট ঘোষণা: পিতার মৃত্যুর পর মাত্র এগারো বছর বয়সে ১৪৯৪ খ্রিস্টাব্দে বাবর ফরগানার রাজা হন। কিন্তু বালক বাবর আত্মীয়স্বজনদের শত্রুতার ফলে রাজ্যচ্যুত হয়ে দেশে দেশে ঘুরে বেড়ান। ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগ নিয়ে অতি অল্প সংখ্যক সঙ্গী নিয়ে তিনি কাবুল দখল করে নিজেকে ‘পাদশাহ’ বা সম্রাট বলে ঘোষণা করেন।

**ভারত আক্রমণের সূচনা: কাবুল জয়ের পর থেকে তিনি ভারতবর্ষ জয়ের পরিকল্পনা করতে থাকেন। দিল্লিতে লোদি বংশের শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে এবং সুলতান ইব্রাহিম লোদির কাকা আলম খাঁ ও পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদির আমন্ত্রণে বাবর ১৫২৫ খ্রিস্টাব্দে পাঞ্জাবে প্রবেশ করে লাহোর দখল করেন। বাবরের রাজ্যজয়ের পরিকল্পনা বুঝতে পেরে দৌলত খাঁ ও আলম খাঁ বাবরকে সসৈন্যে বাধা দিলে বাবর কাবুলে ফিরে যান।

**প্রথম পানিপথের যুদ্ধ ও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা: ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর ১২০০০ সৈন্যসহ কামান ও অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে দিল্লি অভিমুখে রওনা হন। এই সংবাদ পেয়ে সুলতান ইব্রাহিম লোদি এক বিশাল সেনাবাহিনী নিয়ে দিল্লির নিকট পানিপথের প্রান্তরে বাবরকে বাধা দিলে উভয়পক্ষে তুমুল যুদ্ধ হয়। বাবরের উন্নত আগ্নেয়াস্ত্র ও কামানের ব্যবহারের ফলে ইব্রাহিম লোদির সৈন্যবাহিনী পরাস্ত হয়। ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। এই যুদ্ধ ইতিহাসে প্রথম পানিপথের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে বাবরের জয়লাভের ফলে ভারতে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।

** বাবর ও মুঘল সাম্রাজ্যের বিস্তার: মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর বাবর প্রথম বাধার সম্মুখীন হন মেবারের রাজা রানা সংগ্রাম সিংহের নেতৃত্বে সম্মিলিত রাজপুত শক্তির নিকট থেকে। ১৫২৭ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে বাবর সংগ্রাম সিংহের বাহিনীকে পরাস্ত করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের শাসন এক ঐতিহাসিক সত্যে পরিণত হয়। ১৫২৮ খ্রিস্টাব্দে মেদিনী রাওকে পরাজিত করে বাবর চান্দেরী দুর্গটি দখল করেন।

**উপসংহার: এদিকে ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদির বাবর নেতৃত্বে আফগানরা পুনরায় সংঘবদ্ধ হয়ে বাবরের বিরুদ্ধে অগ্রসর হলে ঘর্ঘরার যুদ্ধে বাবর আফগানদের পরাজিত করেন (১৫২৯ খ্রিস্টাব্দ)। এভাবে বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য পশ্চিমে অক্ষু নদী থেকে পূর্বে ঘর্ঘরা নদী পর্যন্ত এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত হয়।

Leave a Comment